সাভারের আশুলিয়ায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে মালামালসহ অন্তত ১৭টি দোকান পুড়ে গেছে। শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার জিরানী বাজার এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস থেকে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সাভারের আশুলিয়ায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে মালামালসহ অন্তত ১৭টি দোকান পুড়ে গেছে। শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার জিরানী বাজার এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস থেকে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবরোধ করছেন ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে গাজীপুর ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে আরও গভীর করতে দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘আপনাদের সহায়তার জন্য অনেক ধন্যবাদ। আমরা এ বিষয়ে অত্যন্ত আনন্দিত। এটি আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ইউনিভার্স আইটি ইন্সটিটিউট এবং ইউনিভার্স সফট কেয়ার কর্তৃক আয়োজিত ডিপ্লোমা ইন্ডাস্ট্রিয়াল এটাসমেন্ট এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা দ্বিতীয়বারের মতো মিস ইউনিভার্স বাংলাদেশ-এর মুকুট অর্জন করেছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিনহাউসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। মঞ্চে মিথিলার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা এবং মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল। এর আগে ২০২০ সালে মিস ইউনিভার্স বাংলাদেশ খেতাব জিতেছিলেন মিথিলা। তবে করোনা পরিস্থিতির কারণে সে বছর আন্তর্জাতিক মঞ্চে অংশ নিতে পারেননি তিনি। এবার তিনি
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও ৩৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। তারা জাকসুর ২৫টি পদের মধ্যে সাধারণ সম্পাদক (জিএস), দুটি যুগ্ম সাধারণ সম্পাদকসহ (এজিএস) ২০টি পদে জয় পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদ এবং দুটি করে পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)–সমর্থিত প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
২০১৭ সালে অনুমোদিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ফের পরিবর্তন আনা হচ্ছে। এতে নতুন করে ব্যয় বাড়তে যাচ্ছে কয়েকশ’ কোটি টাকা। সংশোধিত নকশায় বাইপাইল ও আশুলিয়া অংশকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। পরিবর্তনের মধ্যে রয়েছে— ধউর থেকে আশুলিয়া পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ সড়কটি বিলুপ্ত করে ওই অংশ দিয়ে চলাচল, কাওলা রেলক্রসিং এলাকায় স্প্যান দীর্ঘকরণ, বাইপাইল মোড়ে আধুনিক গ্রেড সেপারেটেড ট্রাম্পেট ইন্টারচেঞ্জ নির্মাণ এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে সরাসরি ওঠানামার জন্য দুটি বি
ফরজ গোসল ইসলামী জীবন বিধানের গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারো ওপর গোসল ফরজ হলে সঠিক পদ্ধতিতে গোসল আদায় না করা পর্যন্ত ওই ব্যক্তি নাপাক থাকে। আর নাপাক অবস্থায় নামাজ পড়লে সওয়াবতো হবেই না বরং কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।
নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার প্রিয়া (২৩) একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু জন্মের পর থেকেই তারা সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ছিল। ইতোমধ্যে পাঁচ নবজাতক মারা গেছে। বেঁচে আছে মাত্র একটি মেয়ে শিশু, তবে তার অবস্থাও আশঙ্কাজনক। প্রিয়ার পরিবার জানায়, গর্ভধারণের ২৭তম সপ্তাহে ছিলেন তিনি। স্থানীয়ভাবে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতেন এবং আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে গর্ভে পাঁচ সন্তান আছে বলে জানা যায়। গত ৯ সেপ্টেম্বর তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বড় বোন লিপির বাসায় আসেন। সেখানে মনোয়ারা হাসপা
ঢাকার ধামরাইয়ে সংবাদ সংগ্রহকালে ধামরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক যুগান্তরের সাংবাদিক শামীম খানকে হত্যাচেষ্টায় জড়িত ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা ও তার বাহিনীর সদস্যদের গ্রেফতরের দাবিতে এবং পুলিশের সামনে প্রকাশ্যে সাংবাদিক হত্যা চেষ্টার ঘটনায় ধামরাই থানায় মামলা নিতে কালক্ষেপণ করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
ঢাকাস্থ চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। চীনের জাতীয় দিবসসহ অন্যান্য ছুটিতে বন্ধ থাকবে দূতাবাসের ভিসা কার্যক্রম। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর সাময়িকভাবে ভিসা অফিস বন্ধ থাকবে এবং ৯ অক্টোবর থেকে পুনরায় ভিসা অফিস চালু হবে। নিয়মিত কর্মদিবস হিসেবে আগামী ২৬ সেপ্টেম্বর ও ১০ অক্টোবর যথারীতি খোলা থাকবে।
শরতের শুভ্র কাশবনে ঘুরতে ঘুরতে শরীর-মন জুড়িয়ে যাবে। শহুরে ক্লান্তি দূর করে দেবে কাশফুলের নরম ছোঁয়া। প্রতিদিনের অফিস আর যানবাহনের শব্দদূষণ থেকে রেহাই পেতে ঢাকার বুকেই পাবেন এমন জায়গা। ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন এম সুজন আকন—
© Copyright 2019 - 20 Ashulia Songbad. Website Developed By Star Design BD