ইংল্যান্ড ইউরো বাছাইপর্বে হেরে গেলো
ইংল্যান্ড ইউরো বাছাইপর্বে হেরে গেলো

খেলাধুলা

ইউরো বাছাইপর্বের ম্যাচে চেক রিপাবলিকের কাছে ২-১ গোলে হেরেছে ইংল্যান্ড। ম্যাচটি শুক্রবার (১১ অক্টোবর) রাতে অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ ২০০৯ সালে বড় কোনো টুর্নামেন্টের বাছাইপর্বে হেরেছিল ইংল্যান্ড। সেবার প্রতিপক্ষ ছিল ইউক্রেন। এবার দশ বছরের সেই অপরাজিত থাকার অনন্য রেকর্ড থামল চেক রিপাবলিকের কাছে হেরে।

শুরুটা যদিও ভালোই হয়েছিল ইংলিশদের। খেলা শুরুর মাত্র পঞ্চম মিনিটেই ডি-বক্সে লুকাস মাসোপুস্ট মিডফিল্ডার রাহিম স্টার্লিংকে ফাউল করলে পেনাল্টি পায় রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। সহজ স্পট কিকে দলকে এগিয় দেন অধিনায়ক হ্যারি কেন।

গোল হজম করার পর পাশার দান যেন উল্টে যায়। ৪ মিনিট পরেই গোল শোধ করে দেন চেক তারকা জ্যাকাব ব্রাবেচ। এরপর থেকে খেই হারিয়ে গেলে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। এর ফায়দা তুলে নিয়ে ৮৫তম মিনিটে জয়সূচক গোল করেন চেক স্ট্রাইকার জেডনেক অন্দ্রাসেক।

চেক রিপাবলিকের কাছে হেরে যাওয়ার পরও অবশ্য ‘গ্রুপ’র শীর্ষেই আছে ‘থ্রি লায়ন্স’রা। ৫ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট তাদের। চেক রিপাবলিকেরও পয়েন্ট একই। তবে ইংলিশদের চেয়ে এক ম্যাচ বেশি খেলায় এবং গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে দলটি।

এদিকে আইসল্যান্ডের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে ফ্রান্স।


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর