আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ১৭ দোকান
আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ১৭ দোকান

স্থানীয় সংবাদ

সাভারের আশুলিয়ায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে মালামালসহ অন্তত ১৭টি দোকান পুড়ে গেছে। শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার জিরানী বাজার এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস থেকে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে সারাবো ফায়ার সার্ভিস থেকে আরো দুটি ইউনিট তাতে যোগ দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নেভাতে আড়াই ঘণ্টা সময় লাগে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে মুদি দোকান, লাইব্রেরি, কাপড়ের দোকান, জুতার দোকান ও টিনের দোকান রয়েছে।

দোকান মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ১১টা সাড়ে ১১টার মধ্যে  দোকানপাট বন্ধ করে বাড়িতে চলে যান তারা। রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন বাজারে। এ সময় নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। 

দোকান মালিকদের দাবি, তারা বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে দোকানে মালামাল তুলেছিলেন।

এখন তারা নিঃস্ব হয়ে গেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা। 

ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা প্রণব কুমার চৌধুরী বলেন, আগুনের খবর পেয়ে ডিইপিজেড থেকে তিনটি এবং পরে সারাবো ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে প্রায় আড়াই ঘণ্টা। আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুনের সূত্রপাত সম্পর্কে স্টেশন কর্মকর্তা বলেন, এ বিষয়ে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।

আশুলিয়া ।


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর