খুনের মামলার পলাতক আসামি ভারতে পালানোর পথে গ্রেফতার
খুনের মামলার পলাতক আসামি ভারতে পালানোর পথে গ্রেফতার
স্থানীয় সংবাদ
গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে নেশার টাকা না দেওয়ায় মামাকে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক থাকা ভাগ্নে সৌরভ হাসান রুদ্রকে (২২) অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (১২ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম. শফিকুল ইসলাম জানান, মামাকে হত্যার পর রুদ্র গাজীপুর থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শুক্রবার সকালে তিনি আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছেন। এ তথ্যের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে জিআরপি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, আখাউড়া রেলওয়ে জিআরপি পুলিশের সহায়তায় রুদ্রকে গ্রেফতার করা হয়। পরে আখাউড়া থানা পুলিশকে অবহিত করে তাকে জয়দেবপুর থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, গত বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ভবানীপুর জয়বাংলা মোড় এলাকায় নেশার টাকা না পেয়ে মামা আনিসুর রহমান (২২)-কে ধারালো বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে সৌরভ। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলে সেদিন রাতেই তার মৃত্যু হয়।