বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে আফগানিস্তান
বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে আফগানিস্তান

খেলাধুলা

হার দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের শারজায় বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে সবার আগে সুপার ফোর নিশ্চিত করেছে মোহাম্মদ নবীরা।

বাংলাদেশের দেওয়া ১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৮ দশমিক ২ ওভারে জয়ের বন্দরে নোঙড় করে আফগানরা। replique montre suisse

৬২ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা আফগানিস্তানকে জয় এনে দেন নাজিবুল্লাহ জাদরান ও ইব্রাহিম জাদরান। মাত্র ১৭ বলে ৬ ছক্কা ও এক চারে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন নাজিবুল্লাহ। তিনে নামা ইব্রাহিম করেছেন ৪১ বলে ৪২ রান। হযরতুল্লাহ জাজাইয়ের ব্যাট থেকে এসেছে ২৩ রান।
এর আগে, টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে মোসাদ্দেক হোসেন সৈকত ৩১ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। সাবেক অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ ২৭ বলে ২৫ রান করেন। এছাড়া শেখ মেহেদীর ব্যাট থেকে এসেছে ১৪ রান। অধিনায়ক সাকিবের ব্যাট থেকে এসেছে ১১।

আফগানিস্তানের পক্ষে মুজিব উর রহমান ও রশিদ খান তিনটি করে উইকেট নেন।


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর