আশুলিয়া প্রেসক্লাব নির্বাচনে সভাপতি জয়, সম্পাদক লিটন
নবনির্বাচিত কমিটি আশুলিয়া প্রেসক্লাব

গণমাধ্যম

আশুলিয়া প্রেসক্লাবের ৭ম দ্বি-বার্ষিক নির্বাচনে সময় টেলিভিশনের মোজাফফর হোসেন জয় সভাপতি ও এশিয়ান টিভির জহিরুল ইসলাম লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার আব্দুল ওহাব অপু।

নির্বাচনে সভাপতি পদে মোজাফফর হোসেন জয় ২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন ও সাধারণ সম্পাদক পদে জহিরুল ইসলাম লিটন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে মেহেদী হাসান মিঠু (যুগান্তর) ও ওমর ফারুক (আলোকিত কন্ঠ), সাংগঠনিক সম্পাদক পদে আমিনুল ইসলাম (ডেইলি অবজারভার), যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওবাইদুর রহমান লিটন (মুক্ত খবর), দপ্তর সম্পাদক পদে মনির মন্ডল (সময়ের কন্ঠস্বর), অর্থ সম্পাদক পদে তুহিন আহমেদ (জাগরণ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মেহেদী হাসান মুন্সি (জাতীয় অর্থনীতি), ক্রিয়া ও সাংস্কৃতিক পদে নজরুল ইসলাম মানিক (দিনকাল), নির্বাহী সদস্য পদে জাহাঙ্গীর আলম রাজু (আমাদের কন্ঠ), জাহিদ হাসান সাকিল (এটিএন নিউজ) ও আজম সরকার (খবর বাংলাদেশ) নির্বাচিত হয়েছেন।

 


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর