সাকিব মানেই একজন যোদ্ধা: রুবেল
সাকিব মানেই একজন যোদ্ধা: রুবেল

খেলাধুলা

‘সাকিব মানেই একজন যোদ্ধা, একজন জীবন্ত কিংবদন্তি।’- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এভাবেই লিখেছেন পেসার রুবেল হোসেন। জুয়াড়িদের দেওয়া প্রস্তাব গোপন করে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। রুবেল হোসেন বলছেন, নিষেধাজ্ঞা শেষে সাকিব ফিরে আসবেন দ্বিগুণ শক্তিতে।

দুই বছরের জন্য নিষিদ্ধ হলেও মাঠে সাকিব ফিরতে পারবেন ২০২০ সালের ২৯ অক্টোবর। বাকি এক বছর স্থগিত নিষেধাজ্ঞা।

বৃহস্পতিবার রুবেল হোসেন সাকিবকে নিয়ে করা ফেইসবুক পোস্টে এভাবে শুরু করলেন, ‘এই মানুষটিকে নিয়ে নতুন করে আর কি বলব, সব সময়ই শ্রদ্ধা করি মন থেকে। সাকিব মানেই একজন যোদ্ধা, একজন জীবন্ত কিংবদন্তি।’

রুবেল বলেন সাকিবের নিষেধাজ্ঞার খবর পেতে স্তব্ধ হয়ে গিয়েছিলেন, ‘খবরটি শোনার পর কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে ছিলাম। এখনো বিশ্বাস করতে কষ্ট হয় যে, সামনের অনেকগুলো ম্যাচে আপনাকে পাব না।’

রুবেল যোগ করেন, ‘তবে আমি বিশ্বাস করি আপনি ফিরে আসবেন দ্বিগুণ শক্তিতে কোটি কোটি ভক্তের ভালোবাসার মূল্য দিতে ইনশা আল্লাহ। ফিরে আসার অপেক্ষায় থাকলাম।’


  • Tags

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর