গাজীপুরে সিএনজিচালকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
গাজীপুরে সিএনজিচালকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

স্থানীয় সংবাদ

সিএনজিচালিত অটোরিকশাচালকেরা সড়ক পরিবহন আইনে মামলা ও জরিমানার প্রতিবাদে রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় বিক্ষোভ করেছেন। এ সময় তারা প্রায় এক ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।

স্থানীয়রা জানিয়েছেন, পুলিশ মহাসড়কে চলাচলের সময় সিএনজি চালকদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও জরিমানা করছে। এর প্রতিবাদে চালকরা ১২টার দিকে মহাসড়ক আটকে বিক্ষোভ শুরু করেন, যার ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান জানান, সিএনজিচালকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলার প্রতিবাদে চালকরা বিক্ষোভ ও অবরোধ করেন। পরে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর