বাংলাদেশের কাছে হেরে নেপাল কোচের পদত্যাগ
বাংলাদেশের কাছে হেরে নেপাল কোচের পদত্যাগ

খেলাধুলা

নেপাল নারী ফুটবল দলের জন্য আজ দিনটা বড়ই হতাশার। বাংলাদেশের কাছে হেরে সাফ শিরোপা খুইয়েছে নেপাল। এই হারের ধাক্কা সামলাতে না পেরে পদত্যাগ করেছেন নেপাল নারী দলের কোচ কুমার থাপা। দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ হওয়াতেই পদ ছাড়ছেন বলে জানিয়েছেন তিনি।

 

নেপাল নারী ফুটবল দলের কোচ বলেছেন, ‘নেপাল জাতীয় নারী দলের কোচের দায়িত্ব থেকে আমি পদত্যাগ করছি। যদি কেউ সাফল্য না পায়, তার এই পদে থাকা উচিত না।’ খবর গোল নেপালডটকমের।

 

ফাইনালের আগে বাংলাদেশকে যোগ্য সম্মানই দিয়েছিলেন নেপাল কোচ কুমার থাপা। লাল-সবুজের দলকে নিজেদের চেয়েও সেরা বলে মেনে নিয়েছেন নেপাল কোচ। তারপরও ঘরের মাঠে শিরোপা জিততে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন। তবে স্বাগতিকদের কাঁদিয়ে শেষ হাসি হেসেছেন সাবিনা খাতুনরা।

 

২০২২ সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ মোট ২৩ গোল করেছে। বিপরীতে গোল হজম করেছে মাত্র ১ টি। অন্যদিকে নেপাল করেছে মোট ১২ গোল। গোল হজম করেছে ৩ টি। ৩টিই নেপাল হজম করেছে আজকের ফাইনালে।


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর