ঢাকায় আসছেন পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বিনোদন

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী এবং বাংলাদেশের তরুণদের প্রিয় মুখ হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন।সানসিল্ক বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অভিনেত্রীকে তাদের একটি বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ঠিক কবে তিনি ঢাকায় আসবেন, তা এখনো নিশ্চিত করা হয়নি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, খুব শিগগিরই তার সফরসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

খবরটি প্রকাশ হওয়ার পর থেকেই বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে হানিয়া আমিরকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর