দ্বিতীয়বারের মতো মিস ইউনিভার্স বাংলাদেশের খেতাব জিতলেন মিথিলা
দ্বিতীয়বারের মতো মিস ইউনিভার্স বাংলাদেশের খেতাব জিতলেন মিথিলা

বিনোদন

মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা দ্বিতীয়বারের মতো মিস ইউনিভার্স বাংলাদেশ-এর মুকুট অর্জন করেছেন।  

বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিনহাউসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

মঞ্চে মিথিলার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা এবং মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল।

এর আগে ২০২০ সালে মিস ইউনিভার্স বাংলাদেশ খেতাব জিতেছিলেন মিথিলা। তবে করোনা পরিস্থিতির কারণে সে বছর আন্তর্জাতিক মঞ্চে অংশ নিতে পারেননি তিনি।

এবার তিনি প্রতিনিধিত্ব করবেন ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায়, যা অনুষ্ঠিত হবে আগামী নভেম্বর মাসে থাইল্যান্ডের ব্যাংককে।

বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিথিলা এই জয় উৎসর্গ করেন তার মাকে। তিনি বলেন, “আজ আমি যা কিছু, তা আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে। তিনি সবসময় আমার শক্তি ও অনুপ্রেরণা ছিলেন। এই অর্জন যেমন আমার, তেমনি তারও। ”

আন্তর্জাতিক প্রতিযোগিতা প্রসঙ্গে মিথিলা বলেন, আমি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। মর্যাদা, সাহস ও সম্মানের সঙ্গে দেশের সুনাম রক্ষার সর্বোচ্চ চেষ্টা করব।


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর