ধামরাইয়ে এসএসসি-৯৭ ব্যাচ মিলন মেলা অনুষ্ঠিত
ধামরাইয়ে এসএসসি-৯৭ ব্যাচ মিলন মেলা অনুষ্ঠিত

বিনোদন

উৎসবমুখর পরিবেশে ১৯৯৭ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী ও মিলনমেলার অনুষ্ঠিত হয়েছে।

audemars piguet replica

 

শুক্রবার ধামরাইয়ের আলাদিনস পার্কে ডিএএমএস এর উদ্যেগে দিনব্যাপী এ মিলন মেলা উদযাপন করা হয়।

 

 

এসময় ধামরাই, আশুলিয়া, মানিকগঞ্জ, সাভার ও গাজীপুর থেকে এসএসসি-৯৭ ব্যাচের শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিততে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানটি। পরে কেক কেটে রজত জয়ন্তী পালন করা হয়। 

 

 

অনুষ্ঠানটির আয়োজক কমিটির সমন্বয়ক এসএসসি-৯৭ ব্যাচের শিক্ষার্থী কায়সারুল বারী বলেন, এসএসসি ৯৭ ব্যাচের ২৫ বছর রজতজয়ন্তী উপলক্ষে আমরা সব বন্ধুরা এক হয়েছি। ঢাকাসহ তার আশেপাশে এলাকার সমস্ত বন্ধুরা মিলিত হয়ে এই আয়োজন করা হয়েছে। আজ আমাদের জন্য এটি মহামিলন। 

 

অনুষ্ঠানটি শেষ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্যদিয়ে।


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর