ধামরাইয়ে মরহুম মানিক মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ধামরাইয়ে মরহুম মানিক মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খেলাধুলা

ঢাকার ধামরাইয়ে মরহুম মানিক মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধন করা হয়েছে।


শনিবার বিকেলে ধমরাইয়ের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। 


টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন  করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ  এমপি। 


উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন দূর্জয় খান ফুটবল একাডেমী মানিকগঞ্জ এবং শিবলী ফুটবল একাদশ ধামরাই। 


টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা ও সভাপতিত্ব  করেন, প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল বাশার। 


যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করেন, দুরন্ত স্পোর্টস ক্লাব ও মুক্তমন স্পোর্টস এন্ড কালচারাল ক্লাব। 


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর