রাহুল দ্রাবিড় করোনা আক্রান্ত
রাহুল দ্রাবিড় করোনা আক্রান্ত

খেলাধুলা

ভারতীয় শিবিরে এশিয়া কাপ শুরুর ঠিক আগে বড়সড় ধাক্কা। করোনা আক্রান্ত টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়। দ্রাবিড় কবে দলের সঙ্গে যোগ দিতে পারবেন তা এখনও নিশ্চিত নয়।

 

ভারতীয় দল উড়ে যাবে সংযুক্ত আরব আমিরশাহিতে। ২৮ আগস্ট টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ। প্রতিপক্ষ পাকিস্তান। পাক ম্যাচের আগে রাহুল দলের সঙ্গে যোগ দিতে পারেন কিনা সেটাই চিন্তার বিষয়।

 

জিম্বাবোয়ে সফরে রাহুল সহ বাকি কোচিং স্টাফদের বিশ্রাম দেওয়া হয়েছিল। কোচ হিসেবে সফরে যান লক্ষ্মণ। ৩–০ ফলে জিম্বাবোয়েকে হারিয়েছে ভারত। কিন্তু লাখ টাকার প্রশ্ন রাহুল কবে করোনা মুক্ত হবেন ও দলের সঙ্গে যোগ দেবেন।

 

এটা ঘটনা টি–২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার এশিয়া কাপ টি–২০ ফর্ম্যাটে হবে। দলে ফিরছেন লোকেশ রাহুল। ওপেনিংয়ে তিনিই সম্ভবত রোহিতের সঙ্গী। কিন্তু দ্রাবিড়ের অসুস্থতাই যাবতীয় পরিকল্পনা ভেঙে দিতে চলেছে।

copie montres

গত টি–২০ বিশ্বকাপে দুবাইতেই পাকিস্তানের কাছে দশ উইকেটে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। এবার বদলা নেওয়ার পালা। বোর্ড সূত্রে জানা গেছে, নেগেটিভ হলেই দ্রাবিড় উড়ে যাবেন আমিরশাহি।


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর