সাভারের প্রবীন রাজনীতিবিদ আশরাফ উদ্দিন খান ইমু আর নেই
আশরাফ উদ্দিন খান ইমু

স্থানীয় সংবাদ

সাভারের রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান , সাভার পৌরসভার প্রথম চেয়ারম্যান ও সাভার ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান, মহান মুক্তিযুদ্ধ কালীন সাভার অঞ্চলের এরিয়া কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান ইমু মারা গেছেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। 

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে সাভারের সর্বস্তরের মানুষের হৃদয়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। আগামীকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মরহুমের জানাজা নামাজ সকাল ১০ টায় গেন্ডা বালুর মাঠে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে স্ত্রী, ৩ পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

 

দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ছিলেন নির্ভীক সংগ্রামী, জনসেবায় নিবেদিতপ্রাণ এবং সাধারণ মানুষের আস্থার প্রতীক।


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর