আবারও কোচ হয়েই আর্জেন্টিনায় ফিরলেন ম্যারাডোনা
আবারও কোচ হয়েই আর্জেন্টিনায় ফিরলেন ম্যারাডোনা

খেলাধুলা

খেলাধূলা ডেস্ক : একটি ক্লাব দলের কোচ হয়ে নিজের দেশ আর্জেন্টিনায় ফিরছেন দিয়েগো ম্যারাডোনা। মেক্সিকান দ্বিতীয় বিভাগের ক্লাব ডোরাডোসের হয়ে এক বছর কোচের দায়িত্ব পালন করেন ম্যারাডোনা। এর মধ্যে আবার তিনি নিজে অসুস্থও ছিলেন। এবার নিজের দেশ আর্জেন্টিনায় ক্লাব ফুটবলের ডাগআউটে দাঁড়াতে দেখা যাবে তাকে।

 

আর্জেন্টিনার প্রথম বিভাগের ক্লাব জিমন্যাসিয়া ওয়াই এসগ্রিমা লা প্লাতার কোচ হলেন তিনি। বৃহস্পতিবারই ক্লাবের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয় যে, আগামী মৌসুমের জন্য ম্যারাডোনা তাদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছেন।

 

আজই আনুষ্ঠানিকভাবে জিমন্যাসিয়ার কোচ হিসেবে ম্যারাডোনাকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। লা প্লাতার ক্লাবটির আশা, ম্যারাডোনার হাত ধরে তারা অন্তত অবনমনটা ঠেকাতে পারবে।

 

ম্যারাডোনার সহকারী কোচ হিসেবে জিমন্যাসিয়ামে কাজ করবেন সেবাস্তিয়ান মেন্ডেজ। একই সঙ্গে আদ্রিয়ান গঞ্জালেজ এবং হার্নান ক্যাস্টেক্স তার সঙ্গে কোচিং স্টাফ হিসেবে কাজ করে যাবেন।


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর