ইউনিভার্স আইটি ইন্সটিটিউট ও ইউনিভার্স সফট কেয়ারের ডিপ্লোমা ইন্ডাস্ট্রিয়াল এটাসমেন্টের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ইউনিভার্স আইটি ইন্সটিটিউট ও ইউনিভার্স সফট কেয়ারের ডিপ্লোমা ইন্ডাস্ট্রিয়াল এটাসমেন্টের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
টেক সংবাদ
ইউনিভার্স আইটি ইন্সটিটিউট এবং ইউনিভার্স সফট কেয়ার কর্তৃক আয়োজিত ডিপ্লোমা ইন্ডাস্ট্রিয়াল এটাসমেন্ট এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর রাজধানীর আইডিইবি ভবনে ইউনিভার্স আইটি ইন্সটিটিউট এবং ইউনিভার্স সফট কেয়ারের আয়োজনে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
আইসিটি ডিভিশন এর এইচ আর এক্সপার্ট নাজিম উদ্দীন।
এসময় আরো উপস্থিত ছিলেন, আইসিবি সিকিউরিটিস ট্রেডিং কোম্পানি লিঃ এর এডিশনাল সিইও এসকে. আসলাম উদ্দিন, মেডিসেভ এর সিইও শরিফুল ইসলাম রিটু এবং ম্যানেজিং ডিরেক্টর এইম স্পোর্টস ও ডিরেক্টর (মার্কেটিং) ব্রাদার্স ডিজাইন টেক্স নাঈম হোসেন মৃধা সহ আরো অনেকে।
উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন ইউনিভার্স আইটি ইন্সটিটিউট এবং ইউনিভার্স সফট কেয়ার এর সিইও ইঞ্জিনিয়ার মোঃ গোলাম কিবরিয়া এবং এক্সিকিউটিভ ডিরেক্টর ইঞ্জিনিয়ার নূরুল ইসলাম নাহিদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দক্ষতা বৃদ্ধির লক্ষে এবং উপযুক্ত কর্মসংস্থান গড়ার লক্ষে কাজ করছে আইসিটি ডিভিশন। ইউনিভার্স আইটি ইনস্টিটিউট এবং ইউনিভার্স সফট কেয়ার সহ যে সকল প্রতিষ্ঠান দক্ষতা বৃদ্ধি, বাস্তব মুখি কারিগরি শিক্ষা প্রধান এর লক্ষে কাজ করছে তাদের সহযোগিতা করতে আইসিটি ডিভিশন সব সময় প্রস্তুত। এছাড়া ইউনিভার্স আইটি ইন্সটিটিউট এবং ইউনিভার্স সফট কেয়ারকে প্রোগ্রামিং ডিভাট সহ আরো অনেক ব্যতিক্রমী আয়োজনের জন্য ধন্যবাদ জানান। এ ধরনের ভালো কাজের চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য বলেন।
অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানের সিইও ইঞ্জিনিয়ার মোঃ গোলাম কিবরিয়া তার বক্তব্যে বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য উপযুক্ত দক্ষতা অর্জনে সাহায্য করে দক্ষ জনশক্তি রুপান্তর করে ইউনিভার্স আইটি ইনস্টিটিউট এবং ইউনিভার্স সফট কেয়ারে প্রধান লক্ষ। এছাড়া উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে উৎসাহিত করে বলেন প্রতিষ্ঠানটি বাস্তব মুখি দক্ষতা অর্জনের লক্ষে সব সময় সহযোগী করবে। যাতে শিক্ষার্থী তার জ্ঞানকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যানে এগিয়ে আসে।
এছাড়াও উক্ত প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর ইঞ্জিনিয়ার নূরুল ইসলাম নাহিদ শিক্ষাথীদের উদ্দেশ্যে বলেন, তোমরা দক্ষতা অর্জন করে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে দেশের মর্যাদা বৃদ্ধি করার পরামর্শ প্রধান করে এবং দেশের বিশাল সংখ্যক বেকার যুবকদের উন্নয়নের মূল স্রোতে ফিরিয়ে এনে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে হবে।
পরে ইনস্টিটিউটের শিক্ষার্থী বৃন্দ সহ সকলের ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।