বেনজেমার জোড়া গোলে জয় রিয়ালের
বেনজেমার জোড়া গোলে জয় রিয়ালের

খেলাধুলা

এসপানিওলের বিপক্ষে প্রায় আটকে গিয়ে পয়েন্ট খোয়াতে বসেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু সদ্য নির্বাচিত উয়েফার বর্ষসেরা ফুটবলার করিম বেনজেমা ম্যচের অন্তিমলগ্নে দারুণ দুই গোল করে তার দল রিয়ালকে ৩-১ ব্যবধানের জয় এনে দিয়েছেন।

ম্যাচের ১২ মিনিটে গোল করে দলকে প্রথম লিড এনে দেন ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র। তাকে গোল করান তরুণ মিডফিল্ডার অঁরেলিন চুয়ামেনি। প্রথমার্ধেই ওই গোল শোধ করে দেয় এসপানিওল। ৪৩ মিনিটে গোল করেন স্বাগতিক দলটির জোসেলু।

দ্বিতীয়ার্ধে দারুণ রক্ষণ সামলে রিয়াল মাদ্রিদকে আটকে রাখে এসপানিওল। ম্যাচের ৮৮ মিনিটে গোল করে করিম বেনজেমা শূন্যে লাফান। তার গোলে সহায়তা দেন বদলি নামা তরুণ ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার রদ্রিগো গোয়েস।

যোগ করা সময়ে রঙ ছড়ায় ম্যাচ। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এসপানিওল ফুটবলার। সুযোগ নিয়ে যোগ করা সময়ের দশম মিনিটে দ্বিতীয় গোল করেন ফ্রান্সম্যান বেনজেমা। উয়েফার বর্ষসেরা ফুটবলারের তকমা জেতার পরের ম্যাচেই তিনি করলেন জোড়া গোল। লেভানডস্কির পাল্টাও দিলেন জোড়া গোলে।


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর