এনআইডি সংশোধনে আসছে বড় পরিবর্তন
এনআইডি সংশোধনে আসছে বড় পরিবর্তন

জাতীয়

  • সংশোধন আবেদনের শর্ত বাড়ছে 
  • কেন্দ্রীয়ভাবে হবে বয়স সংশোধন 
  • এক নম্বর থেকে চারটির বেশি আবেদন নয় 

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী এখন থেকে যেকোনো সংশোধনের আবেদন করতে হলে আবেদনের সময়ই প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। কাগজপত্র জমা না দেওয়া পর্যন্ত আবেদন সাবমিট করা যাবে না।

ইসির কর্মকর্তারা জানান, বর্তমানে অনেক নাগরিক যথাযথ কাগজপত্র ছাড়াই আবেদন করেন। এতে আবেদন দীর্ঘদিন ঝুলে থাকে বা নিষ্পত্তি করা যায় না। নতুন পদ্ধতি চালু হলে আবেদনের সময় ধাপে ধাপে প্রয়োজনীয় কাগজপত্র চাইবে। কোনো কাগজ নকল বা জাল প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে আবেদন বাতিল হবে।

এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, ‘আমরা এমন একটি সিস্টেম চালু করছি যেখানে নাগরিকরা সংশোধনের আবেদন করতে গেলে স্বয়ংক্রিয়ভাবে কাগজপত্র চাইবে। এতে প্রক্রিয়া কিছুটা কঠিন হলেও সংশোধন দ্রুত হবে এবং সময়ও বাঁচবে।’

নতুন এসওপিতে আরও বলা হয়েছে, নাগরিকদের নিবন্ধিত মোবাইল নম্বর ছাড়া এনআইডি সংশোধনের আবেদন করা যাবে না। প্রতিটি নিবন্ধিত মোবাইল নম্বরের বিপরীতে সর্বোচ্চ চারটি আবেদন করা যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সিম কোম্পানিগুলোর তথ্য যাচাই করবে ইসি।

বয়স সংশোধন শুধু কেন্দ্রীয়ভাবে
এবার বয়স সংশোধনের বিষয়টিও আনা হচ্ছে আলাদা নীতিমালার আওতায়। মাঠপর্যায়ে আর বয়স সংশোধনের সুযোগ থাকছে না; শুধুমাত্র জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকেই বয়স সংশোধন করা হবে।

ইসির একজন কর্মকর্তা জানান, এ বিষয়ে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে মাঠপর্যায়ে শুধু নাম, ঠিকানা বা অন্যান্য তথ্য সংশোধন করা গেলেও বয়স সংশোধনের সব কাজ হবে কেন্দ্রীয়ভাবে।

গত এক বছরে ঝুলে থাকা প্রায় সাড়ে ৯ লাখ এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। ইসি মনে করছে, নতুন এসওপি চালু হলে ভবিষ্যতে আর আবেদন ঝুলে থাকার ঝুঁকি থাকবে না এবং নাগরিকরাও দ্রুত সেবা পাবেন।

ইসির সবশেষ তথ্য অনুযায়ী, দেশে ভোটার ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন।


  • Tags

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর