শুধু লার্ভা নয় পূর্ণবয়ষ্ক মশা মারারও পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের
শুধু লার্ভা নয় পূর্ণবয়ষ্ক মশা মারারও পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের

জাতীয়

 

ডেস্ক রিপোর্ট : দেশে বর্তমানে ডেঙ্গুর যে অবস্থা চলছে তা জরুরি অবস্থার তুল্য, এ অবস্থায় শুধু মশার লার্ভা মারলে হবে না সিটি কর্পোরেশনকে পূর্ণবয়ষ্ক মশা মারায়ও জোর দিতে হবে, বললেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ মহাপরিচালক প্রফেসর ডা. সানিয়া তাহমিনা। পাবলিক হেলথ এসোসিয়েশনের এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় দিক এবং স্বাস্থ্য বিভাগের দুর্বল দিকগুলো তুলে ধরেন।

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। এরইমধ্যে ছাড়িয়ে গেছে অন্যান্য বছরের মৃত্যুর রেকর্ড।এ অবস্থায় ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে করণীয় নিয়ে সেমিনার করেছে পাবলিক হেলথ এসোসিয়েশন। সেমিনারে অংশ নেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

এতে, বক্তারা বলেন, রাজনৈতিক কারণে দেশে অনেক সময় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। কিন্তু কোনো মহামারিতে স্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয় না। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের অক্ষমতার কথা স্বীকার করেন তারা।

বর্ষাকালে সিটি করপোরেশেন মশা মারার উদ্যোগ নেয়, এটা সারা বছরই রাখতে হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের উপ মহাপরিচালক।

পার্শ্ববর্তী দেশগুলো যেভাবে মহামারি মোকাবিলা করছে তা দেশে প্রয়োগের পরামর্শও দেন আলোচকরা।


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর