জনগণের অর্থ সঠিকভাবে ব্যয় করার তাগিদ রাষ্ট্রপতির
জনগণের অর্থ সঠিকভাবে ব্যয় করার তাগিদ রাষ্ট্রপতির

জাতীয়

জনগণের অর্থ যাতে সঠিকভাবে ব্যয়, এখানে যেন কোনো নয়-ছয় না হয় সে ব্যাপারে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

রবিবার (৭ মে) রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও কার্যালয় বঙ্গভবনে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী বার্ষিক অডিট ও হিসাব রিপোর্ট পেশ করতে গেলে এই তাগিদ দেন রাষ্ট্রপতি।

সিএজি প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। তিনি রাষ্ট্রপতির কাছে ৪৭টি অডিট ও হিসাব রিপোর্ট পেশ করেন।

এসময় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে অডিটের গুরুত্ব অপরিসীম। জনগণের অর্থ যাতে সঠিকভাবে ব্যয় হয় তা নিশ্চিত করতে হবে।

তিনি অডিট আপত্তি নিষ্পত্তিতে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।


  • Tags

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর