আশুলিয়ায় জালনোট তৈরির মূল হোতা গ্রেফতার
আশুলিয়ায় জালনোট তৈরির মূল হোতা গ্রেফতার

স্থানীয় সংবাদ

আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে জাল টাকাসহ জাল টাকা প্রস্তুতকারী চক্রের মূলহোতা মোফাজ্জল হোসেন (৪০)কে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৩ এর সদস্যরা।

মঙ্গলবার সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

গ্রেফতার মোফাজ্জল বগুড়া সদর থানার বেলাইল গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

র‍্যাব জানায়, সোমবার সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এক ব্যক্তি জাল টাকা নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় মোফাজ্জল হোসেনকে আটক করা হয় এবং তার হেফাজতে থাকা ৮৭ টি ১ হাজার টাকা মূল্যমানের জালনোট উদ্ধার করা হয়।

র‍্যাব আরো জানায়, ধৃত আসামী একটি  সংঘবদ্ধ জালনোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা। যে চক্রটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বাংলাদেশী বিভিন্ন মূল্যমানের টাকার জালনোট প্রস্তুত করে এবং তা প্রতারনা মূলকভাবে সাধারণ মানুষ ও বিভিন্ন ব্যাবসায়ীদের মাঝে জালনোট প্রদান করে বিভিন্ন মালামাল ক্রয়সহ নানাবিধ লেনদেন করে আসছিল। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর