অটোরিকশা বন্ধে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান
অটোরিকশা বন্ধে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

স্থানীয় সংবাদ

ঢাকার আশুলিয়ায় মহাসড়কে চলাচলরত অবৈধ ব্যাটারী চালিত অটোরিকশা, ভ্যান ও ইজিবাইকসহ সকল ধরনের থ্রি হুইলার বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে সাভার হাইওয়ে থানা পুলিশ। অভিযানে এসময় প্রায়২০ টি অতোতিকশা জব্দ করে থানায় ডাম্পিং করা হয়। 

 

শনিবার দুপুরে সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হকের নেতৃত্বে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল, শ্রীপুর, নবীনগর ও বলিভদ্র বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

 

সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মহাসড়ক থেকে ব্যাটারী চালিত অটোরিকশা, ভ্যান ও ইজিবাইক সহ সকল ধরনের থ্রি হুইলার বন্ধে আমরা অভিযান চালিয়েছি। এ সময় বেশ কয়েকটি অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান ও ইজিবাইক আটক করা হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর