আশুলিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
আশুলিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

স্থানীয় সংবাদ

ঢাকার আশুলিয়ার একটি কবরস্থানের বাউন্ডারির পাশ থাকে অজ্ঞাত পরিচয় (৩০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকালে আশুলিয়ার কলতাসূতি বাড়ল কবরস্থানের পশ্চিম পাশের বাউন্ডারির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে স্থানীয় এক নারী ওই স্থানে শুকনো পাতা কুড়াতে গিয়ে লাশ দেখতে পেয়ে চিৎকার করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে অজ্ঞাত ওই পুরুষ ব্যক্তির লাশ পড়ে তগাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

আশুলিয়া থানার এসআই নূরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিকে দূর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে এখানে ফেলে রেখে যেতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

নিহতের নাম পরিচয় জানতে ঢাকা জেলা পিবিআই পুলিশকে খবর দেয়া হয়েছে। বলেও জানান তিনি।


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর