আশুলিয়ায় তিনদিনব্যাপী বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা উদ্বোধন
আশুলিয়ায় তিনদিনব্যাপী বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা উদ্বোধন

স্থানীয় সংবাদ

ঢাকার আশুলিয়ায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর তিনদিনব্যাপী বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে আশুলিয়ার নয়ারহাটে চামড়া গবেষণা ইনিস্টিউটে এ মেলার উদ্বোধন করা হয়। 

চামড়া গবেষণা ইনিস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. সাহানা পারভীনের সভাপতিত্বে বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ইউজিসি অধ্যাপক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ সদস্য (প্রশাসন) মোঃ দেলোয়ার হোসেন। 

বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করেন, নয়ারহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়, ধামরাই মডেল কলেজ, আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, গাজিরচট মদিনাতুল উলুম ফাজিল (স্নাতক) বিএ মাদরাসা, সাভার উচ্চ বালিকা বিদ্যালয়, সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ, কলমা উফাজ আলী মডেল স্কুল, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সহ সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের মোট ৬৩ টি শিক্ষা প্রতিষ্ঠান। 


  • Tags

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর