আশুলিয়ায় বাড়ির ছাঁদ থেকে পড়ে শিশুর মৃত্যু
ছবি : প্রতিকী

স্থানীয় সংবাদ

শিল্পাঞ্চল আশুলিয়ায় খেলতে গিয়ে বাড়ির ছাঁদ থেকে পড়ে আল মোমিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

শনিবার রাতে আশুলিয়া থানার এসআই শেখ আফজালুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এরআগে, একইদিন বিকেলে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার কবির হোসেনের দোতলা বাড়ির ছাদ থেকে পড়ে সে মারা যায়। 

 

নিহত আল মোমিন আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আলী আকবরের ছেলে।

 

নিহতের পরিবারের বরাত দিয়ে আশুলিয়া থানার এসআই আফজালুর রহমান জানান, শনিবার বিকেলে বাসার ছাঁদে খেলা করছিল আল মোমিন। একপর্যায়ে দুর্ঘটনাবশত দু'তলা বাড়ির ছাঁদ থেকে নিচে পড়ে যায় শিশুটি।

 

পরে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর শিশুটির মৃত্যু হয়। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের ওই এসআই।


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর