টানা দশমবারের মতো আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা
টানা দশমবারের মতো আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা

জাতীয়

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পেলেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির কাউন্সিলররা ফের তাকে সভাপতি হিসেবে ফিরিয়ে আনলেন। এ নিয়ে টানা দশম বারের মতো সভাপতি নির্বাচিত হলেন তিনি।

 

অন্যদিকে আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার বিকালে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের সমাপনী অধিবেশনে কাউন্সিলরদের সমর্থনে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

 

দলের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষ্যে গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম ঘোষণা করেন।


  • Tags

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর