তৃতীয়বার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
তৃতীয়বার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

রাজনীতি

টানা তৃতীয় বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন ওবায়দুল কাদের। শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ক্ষমতাসীন দলের ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে তার নাম ঘোষণা করা হয়।

 

এর আগে টানা দুই মেয়াদে সাধারণ সম্পাদক পদে ছিলেন ওবায়দুল কাদের। এবারও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাচ্ছেন বলে সম্মেলনের আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল। অবেশেষে সেই গুঞ্জনই সত্য হলো। cheap nike kobe shoes

 

এবারের সম্মেলন সামনে রেখে তিনি গত দুই মাস জেলায় জেলায় দলীয় কার্যক্রমে অংশ নিয়েছেন। ফলে তার অনুসারীদের ধারণা ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বিরোধী দলের আন্দোলন মোকাবিলায় সাধারণ সম্পাদক হিসেবে তিনিই থেকে যাচ্ছেন।


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর