সাভারে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস পালিত
সাভারে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস পালিত

স্থানীয় সংবাদ

'অসমতা দূর করি, এইডস মুক্ত বিশ্ব গড়ি' এই মূল সুরকে সামনে রেখে র‌্যালী, আলোচনা সভা ও চিত্রাঙ্কনের মধ্য দিয়ে ঢাকার সাভারে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। 

 

বৃহস্পতিবার সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিবসটি উপরক্ষে র‌্যালী, আলোচনা সভা ও চিত্রাঙ্কনের আয়োজন করা হয়।

 

দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। র‌্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মুল হুদা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান  ইয়াসমিন আক্তার সুমি, কারিতাস উদ্যম প্রকল্প, কারিতাস এমসিসিপিপি প্রকল্প, বিওয়াইএফসি, সূর্যের হাসি, গণস্বাস্থ্য, নারী মৈত্রী, সার্স, মেরি ষ্টোপ, সুস্থ জীবন, এনজি প্রতিনিধি, সাংবাদিক ও নানা পেশাজীবি  অংশগ্রহণ করেন।

 

এছাড়াও কারিতাস উদ্যম প্রকল্প সাভার কর্ম এলাকায়  বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্ম এলাকায়  ৩টি স্কুলে ও ২টি ক্লাষ্টারে কমিউনিটির সহায়তায়  বিশ্ব এইডস দিবস উদযাপন করা হয়।


  • Tags

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর