আশুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস পালিত
আশুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস পালিত

স্থানীয় সংবাদ

'অসমতা দূর করি, এইডস মুক্ত বিশ্ব গড়ি' এই মূলসুরকে সামনে রেখে ঢাকার আশুলিয়ায় বিশ্ব এইডস দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও চিত্রাঙ্কন অনুষ্টিত হয়েছে।  


বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কারিতাস উদ্যম প্রকল্পের আশুলিয়ার গণকবাড়ি শাখার উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা ও চিত্রাঙ্কনের আয়োজন করা হয়।

 

দিবসটি উপলক্ষে আশুলিয়ার ভাদাইল এলাকায় একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাজী নূরুল হক স্কুল এন্ড কলেজের সচেতন সংঘের উপদেষ্টা মোঃ রুবেল হোসেন, প্রকল্পের ইউনিট অফিসার মোঃ দিলদার হোসেন। 

 

এছাড়াও দিবসটি উপলক্ষে আশুলিয়ার ভাদাইল সাধুমার্কেট ক্লাস্টার ফোরামের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।এতে বক্তব্য রাখেন সমাজসেবক মজিবর রহমান। পাশাপাশি প্রকল্পের উদ্যোগে রাবেয়া মেমোরিয়াল স্কুলে এইডস বিষয়ক এক চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


 


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর