ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের উদ্বোধন
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের উদ্বোধন

জাতীয়

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


শনিবার সকাল ১০ টার দিকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সকাল ১১ টার দিকে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। 


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটির গণভবন প্রান্তে সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে এক্সপ্রেসওয়েটির ওপরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় ভার্চুয়ালী বক্তব্য প্রদান করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব ( সেতু বিভাগ) মোঃ মনজুর হোসেন।


অপর দিকে আশুলিয়া বাজারের কাছে প্রকল্পের কনষ্ট্রাকশন ইয়ার্ড-৩ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি, ঢাকা-২০ আসনের সাংসদ বেনজীর আহমেদ, এক্সপ্রেসওটির প্রকল্প পরিচালক লি ইউয়েন জিয়ান,  ভাইস চেয়ারম্যান জো জিং জিয়াং ও সাউথ এসিয়ান রিজনাল বিজনেস সেন্টারের ডিপুটি জেনারেল ম্যানেজার জো ইয়াং লিসহ কর্মকর্তারা। 


  • Tags

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর