শিমুলিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
শিমুলিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

শিক্ষা সংবাদ

আশুলিয়ার শিমুলিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দি হোপ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সোহবার হোসেন সভাপতি এবং শাহীন ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো: শাহীনুল ইসলাম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। 


শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আশুলিয়ার শিমুলিয়া ইউপির মরিচকাটা এলাকার  ফাতেমা গার্ডেনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 
নির্বাচনে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দক্ষিণ কবিরপুর মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো: মনির হোসেন, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সুজন খান স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সুজন খান এবং দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মঞ্জুর নরুজ দেওয়ান বাদল। 

 

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৬জন এবং ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩৫জন। 


নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, হাসান টাঙ্গাইল প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক হাসানুজ্জামানা, উদয়ন মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আওলাদ হোসেন এবং এএইচপি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আসাদুল ইসলাম মুকুল।


  • Tags

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর