বিশ্ব খাদ্য দিবসে কারিতাস উদ্যম প্রকল্পের নানা আয়োজন
বিশ্ব খাদ্য দিবসে কারিতাস উদ্যম প্রকল্পের নানা আয়োজন

স্থানীয় সংবাদ

নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকার আশুলিয়ায় বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বেসরকারি সেবা মূলক প্রতিষ্ঠান কারিতাস উদ্যম প্রকল্প গণকবাড়ি শাখার উদ্যোগে র‍্যালী, মানব বন্ধন, আলোচনা সভা,  নাটিকা প্রদর্শন এবং দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।


রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার ভাদাইল এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়। 


দিবসটি উপলক্ষে এবং উদ্যম  প্রকল্প গণকবাড়ি শাখার উদ্যোগে হাজী নুরুল হক স্কুল এন্ড ক‌লে‌জের উঅংশগ্রহণে আশুলিয়ার ভাদাইল-জামগড়া সড়কে ভেজালমুক্ত খা‌দ্যের দাবী‌তে মানববন্ধন করা হয়। এসময় বক্তব‌্য রা‌খেন, প্রধান শিক্ষক মোঃ রু‌বেল হো‌সেন, উদ্যম প্রক‌ল্পের ইউ‌নিট অ‌ফিসার মোঃ দিলদার হো‌সেন। 

 
এছাড়া দিবসটি উপলক্ষে ভাদাইল সাধু মা‌র্কেট ক্লাস্টার ফোরা‌মের উ‌দ্যো‌গে র‌্যালী ও আ‌লোচনা সভার আ‌য়োজন করা হয়। এতে বক্তব‌্য রা‌খেন সমাজ‌সেবক ম‌জিবর রহমান ও সা‌দেক আলী।


পাশাপা‌শি উদ্যম প্রকল্প  গণকবাড়ি শাখার উদ্যো‌গে ৩০জন দ‌রিদ্র প্রতিবন্ধী ও প্রবীন ব‌্যা‌ক্তি‌র মাঝে পু‌ষ্টিকর খাবার বিতরণ করা হয়।


  • Tags

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর