ঢাকায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আশুলিয়া মানববন্ধন
ঢাকায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আশুলিয়া মানববন্ধন

স্থানীয় সংবাদ

টিএসসিতে শহীদ আবরার ফাহাদের স্মরণসভায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলা ও আটককৃতদের মুক্তির দাবীতে ঢাকার আশুলিয়ায় মানব বন্ধন করেছে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ।

 

শনিবার বিকেলে আশুলিয়া প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা উত্তর ছাত্র, যুব ও শ্রমিক অধিকারের ব্যানারে এ মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধনে বক্তারা হামলার তীব্র নিন্দা এবং আটককৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

 

ঢাকা জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসাদুল ইসলাম মুকুলের নেতৃত্বে  মানববন্ধনে এসময় উপস্থিতি ছিলেন, ঢাকা জেলা গণ পরিষদের সিনিয়র যুগ্ন আহবায়ক ইসরাফিল খোকন, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, হুমায়ুন কবির, ঢাকা জেলা যুব  অধিকার পরিষদের সভাপতি গাজী রুবেল রানা। সাভার উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক ফরহাদ হোসেন, সাভার উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শ্রী অর্ণব কুমার সহ  অন্যান্য নেতৃবৃন্দ।


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর