প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট প্রকাশিত
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট প্রকাশিত

জাতীয়

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে ডাক অধিদপ্তর স্মারক ডাকটিকিট ও উদ্ধোধনী খাম অবমুক্ত এবং ডাটাকার্ড ও বিশেষ সীলমোহর প্রকাশ করেছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ ঢাকায় জিপিও মিলনায়তনে দশ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট ও দশ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম অবমুক্ত এবং পাঁচ টাকা মূল্যমানের ডাটা কার্ড ও বিশেষ সীলমোহর প্রকাশ করেন।

এছাড়াও ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও আর্কাইভ ১৯৭১’র উদ্যোগে শেখ হাসিনা’র বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর ঢাকা জিপিও প্রঙ্গণে আজ বুধবার থেকে দু’দিনের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

 ফিতা কেটে শেখ হাসিনা’র বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ওপর ঢাকা জিপিও প্রাঙ্গণে দু’দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন মন্ত্রী মোস্তাফা জব্বার।

ডাক ও টেলিযোগযোগাযোগ বিভাগের সচিব মো: খলিলুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক ফয়জুল আজিম এবং আর্কাইভ একাত্তরের কর্ণধার সাংবাদিক প্রনব সাহা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তৎকালীন ফরিদপুর জেলার (বর্তমান গোপালগঞ্জ জেলা) টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর