চীনে রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, নিহত ১৭
চীনে রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, নিহত ১৭

বিদেশ সংবাদ

উত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। খবর আরব নিউজের।

 

আজ বুধবার স্থানীয় কর্তৃপক্ষের সুত্র মারফৎ জানা গেছে, চাংচুন শহরের একটি খাবারের দোকানে দুপুর ১২টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ড ঘটে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। দমকলকর্মীরা ঘটনার প্রায় দুই ঘণ্টা পর উদ্ধার কাজ শেষ করে। আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর