আশুলিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
আশুলিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

স্থানীয় সংবাদ

আশুলিয়া থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আশুলিয়া থানার উদ্যোগে  থানা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

 

ঢাকা জেলা পুলিশ সুপার  মো: আসাদুজ্জামান পিপিএম (বার) এর সভাপতিত্বে ওপেন হাউজ ডে’তে এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমিনুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজাহারুল ইসলাম, সহকারি কমিশনার ভুমি (আশুলিয়া সার্কেল) মো: আনোয়ার হোসেন, আশুলিয়া থানার ওসি (তদন্ত) জিয়াউল ইসলাম প্রমূখ। 

 

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, সাধারন সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম আজাহারুল ইসলাম সুরুজ, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন মাদবর, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান এবং আশুলিয়া থানাধীন ৫টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারন সম্পাদকগণ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

 

অনুষ্ঠানের সভাপতি ঢাকা জেলা পুলিশ সুপার মো: আসাদুজ্জামান পিপিএম (বার) বলেন, শিল্পাঞ্চল আশুলিয়া-সাভারের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের একাধিক টিম কাজ করছে।অপরাধীদের আইনের আওতায় এনে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে তৎপর পুলিশ। কারখানায় শ্রমিক-মালিক সম্পর্ক, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তাসহ সকল ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


  • Tags

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর