চিনি ও পাম তেলের দাম নির্ধারণ করে দিল সরকার
চিনি ও পাম তেলের দাম নির্ধারণ করে দিল সরকার

অর্থনীতি

খোলা ও প্যাকেটজাত চিনি এবং পাম তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এখন থেকে প্রতি কেজি প্যাকেটজাত চিনি সর্বোচ্চ ৮৯ টাকা, খোলা চিনি ৮৪ টাকা এবং পাম তেলের লিটার ১৩৩ টাকায় বিক্রি হবে।

 

আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয় দাম নির্ধারণ করে দেয়।

 

বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, পাম তেলের লিটার কেজিতে ১২ টাকা কমিয়ে সর্বোচ্চ খুচরা মূল্য ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এর আগে পাম অয়েলের দাম ১৪৫ টাকা লিটার ছিল। আর খোলা চিনি কেজিতে ছয় টাকা কমিয়ে ৮৪ টাকা এবং প্যাকেটজাত চিনি ৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে খোলাবাজারে প্রতি কেজি চিনি ৯০ থেকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছিল। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে সরকার নির্ধারিত নতুন এই দাম কার্যকর হবে।  


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর