জো বাইডেনকে বাংলাদেশে দাওয়াত দিলেন শেখ হাসিনা
জো বাইডেনকে বাংলাদেশে দাওয়াত দিলেন শেখ হাসিনা

জাতীয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বুধবার সন্ধ্যায় বাইডেনের দেওয়া সংবর্ধণা অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। এ সময় কুশল বিনিময়কালে প্রধানমন্ত্রী এই আমন্ত্রণ জানান। পরে হোটেল লোটে প্যালেসে সাংবাদিকদের ব্রিফকালে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এসব তথ্য জানান।

 

পররাষ্ট্র মন্ত্রী জানান, জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আমেরিকার ন্যাচারাল হিস্টোরি জাদুঘরে এ সংবর্ধনার আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী জিল বাইডেন।

 

তিনি বলেন, সংবর্ধনায় গেলে অনুষ্ঠান স্থলে জো বাইডেন এবং তার স্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান। দুই নেতা কুশল বিনিময় করেন এবং বিভিন্ন ইস্যুতে কথা বলেন। এ সময় জো বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এর আগে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সদর দপ্তরের লেভেল ওয়ানের কার্ভড ওয়ালে পদ্মা সেতু নিয়ে আয়োজিত আলোক চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর