ফ্ল্যাটে থেকে তামিল অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফ্ল্যাটে থেকে তামিল অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন

রোববার সকালে ভারতের চেন্নাইয়ের নিজের বাড়ি থেকে দক্ষিণি তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দীপার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের তরফ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, আত্মহত্যা করেছেন অভিনেত্রী। ২৯ বছর বয়সী অভিনেত্রীর ডায়েরিতে একটি সুইসাইড নোট পাওয়া গেছে।

পুলিশ সুত্রে জানা যায়, দীপার এক বন্ধু তাকে ফোনে না পেয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রীর ফ্ল্যাটে। সেখানেই অভিনেত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান। পরে তিনিই দীপার পরিবার এবং পুলিশকে খবর দেন।

পুলিশ আরও জানায়, ডায়েরির লেখা দেখে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত সমস্যায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দীপা। সেই হতাশা থেকেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি। এ ঘটনায় পুলিশ একটি মামলা করেছে। তবে তার মৃত্যুর পিছনে আর কী কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

বেশ কিছু দক্ষিণি সিনেমায় অভিনয় করেছেন দীপা। অভিনয়ের মাধ্যমে দক্ষিণি ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থানও করে নিয়েছিলেন তিনি।

অন্ধ্রপ্রদেশে বেড়ে ওঠা দীপার আসল নাম পাউলিন জেসিকা। ‘থুপ্পারিভালান’ (২০১৭) এবং ‘বৈথা (২০২২)-র মতো ছবিতে দর্শকের মন কেড়েছিলেন তিনি।


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর