শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

বিদেশ সংবাদ

মেক্সিকোর পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন। ভূমিকম্পের কারণে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। এর আগেও একই দিনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটিতে।

 

স্থানীয় সময় সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মিচোয়াকান ও কোলিমা রাজ্যের সীমান্ত এলাকা ছিল ভূমিকম্পনের কেন্দ্রস্থল। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল প্রায় ১৫ কিলোমিটার ।

 

দ্য গার্ডিয়ান’র এক প্রতিবেদনে বলা হয়, লা প্লেসিতা দ্য মোরেলোস শহরে ছিল এর উৎপত্তিস্থল। ভূ-পৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ছিল কেন্দ্রস্থল। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি এখনো। এ পর্যন্ত একজনের মৃত্যুর খবর জানা গেছে।

 

অঞ্চলটিতে জারি হয়েছে সুনামি সতর্কতা। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার’র পূর্বাভাস, ৯ ফুট পর্যন্ত উঠতে পারে সাগরের ঢেউ। নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বাসিন্দাদের।


  • Tags

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর