রিজার্ভ শিগগিরই ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছাবে: অর্থমন্ত্রী
রিজার্ভ শিগগিরই ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছাবে: অর্থমন্ত্রী

অর্থনীতি

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘দেশে রপ্তানি বেড়েছে, আমদানি কমেছে, রেমিট্যান্সও বেড়েছে। সম্প্রতি এক বছরে সর্বোচ্চ ২৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এর অর্থ হলো মাসে ২ বিলিয়ন ডলার করে এসেছিল। এখন আবার রেমিট্যান্স প্রতিমাসে গড়ে ২ বিলিয়ন করে আসতে শুরু করেছে। ফলে আগে যেভাবে ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল সেটি আবার হবে।’

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।www.klockorfalsk.com


অর্থমন্ত্রী বলেন, ‘গত বছর করোনাভাইরাস মহামারির মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলারের নতুন রেকর্ড ছুঁয়েছিল। গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দেনা পরিশোধ করে। এরপর দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়ায় ৩৭ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে।’


তিনি বলেন, ‘খুব শিগগিরই বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারভিত্তিক করা হবে। টুডে অর টুমোরো আমরা কিন্তু মার্কেটবেস লেনদেনে যাবো।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘এতোদিন যেভাবে বৈদেশিক মুদ্রার প্রাইস ঠিক করে দিতাম, সেভাবে বেচাকেনা হতো। আন্তজার্তিক বাজারে যেভাবে বৈদেশিক মুদ্রা কেনাবেচা হয় বাংলাদেশেও সেভাবে হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাশিয়ার সঙ্গে বাণিজ্যে কোনো ধরনের কারেন্সি ব্যবহার করা হবে সে ব্যাপারে আলোচনা চলছে। এখনো সিদ্ধান্ত হয়নি। রাশিয়া যদি অ্যাক্সেপ্ট করে বাংলাদেশি মুদ্রার সঙ্গে সোয়াপ করতে, তাহলে ডলারের বিকল্প মুদ্রায় রাশিয়ার সঙ্গে বৈদেশিক বাণিজ্য করা যাবে।’


  • Tags
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK
https://youtu.be/uu2uh50iwPo?si=tz3o10sr3q963vDK

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর