সিরাজগঞ্জে হারিয়ে গেছে ট্রেনের চাবি, দুর্ভোগে যাত্রীরা
সিরাজগঞ্জে হারিয়ে গেছে ট্রেনের চাবি, দুর্ভোগে যাত্রীরা

অর্থনীতি

সিরাজগঞ্জে একটি ট্রেনের চাবি হারিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে চাবিটি হারিয়ে যাওয়ায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বাজার স্টেশনে আটকা পড়ে। এতে ওই ট্রেনের শত শত যাত্রী দুর্ভোগে পড়েছেন।

সিরাজগঞ্জ বাজার স্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ভোর ৬টায় ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার সময় ইঞ্জিন চালু না হওয়ায় পরীক্ষা করা হয়। এ সময় দেখা যায় সেখানে চাবি নেই।

ট্রেনের পরিচালক হাজী আফজাল হোসেন বলেন, রাতে প্লাটফর্মে ট্রেন রেখে গেলে কে বা কারা ইঞ্জিন রুমের জানালা খুলে ট্রেনের রিভারসেল হ্যান্ডেলটি (চাবি) চুরি করে নিয়ে যায়। এখানে পর্যাপ্ত নিরাপত্তা থাকার কথা ছিল। তবে কীভাবে এটি হলো তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, বিকল্প ব্যবস্থায় অন্য একটি ইঞ্জিনের সাহায্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জামতৈলে নেওয়া হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে বিকল্প চাবি আনা হচ্ছে। এটি আসলে সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু হবে। তবে কতক্ষণে ওই ট্রেনটি আসবে তা তিনি জানাতে পারেননি।

সূত্রঃ ঢাকা পোস্ট


  • Tags

সর্বশেষ সংবাদ

এই বিভাগের আরও খবর